1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন

বাগদাহ ডিগ্রী কলেজে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

  • আপডেট করা হয়েছে : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৬১ বার দেখা হয়েছে

 

আবু সাইদ জেলা প্রতিনিধি পঞ্চগড়:
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাগদহ ডিগ্রী কলেজ কর্তৃক ২০২২ সালের পরীক্ষায় এইচএসসি ২০২২ সালের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র ছাত্রীদে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং চেংঠী হাজরাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান বুলু মাস্টার ১০ চেংঠী হাজরাডাংগা ইউনিয়ন ও সভাপতি বাংলাদেশ আ,লীগ ১০ নং ইউনিয়ন শাখা।সভায় সভাপতিত্ব করেন বাগদহ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ শরিফুল ইসলাম খান।
বাগদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে।

সভায় অভিনন্দন মূলক বক্তব্য প্রদান করেন বাগদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আমজাদ হোসেন প্রধান।তাঁর বক্তব্যে কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, কলেজের প্রতিটি সমস্যার তুলে ধরেন।
পরে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।
প্রধান অতিথি জনাব আমিনুর রহমান বুলু মাস্টার তার বক্তব্যে বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার, আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।
এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বাবু নির্মল কুমার শর্মা।
অত্র কলেজে এমন অনুষ্ঠান কখনো হয়নি বলে আয়োজক কমিটিসহ সবাই খুশি।
পরে জিপিএ ৫ প্রাপ্তদের ক্রেষ্ট তুলে দেন কলেজ কতৃপক্ষ।
শেষে সভার সভাপতি শরিফুল ইসলাম খান কলেজের আরও উন্নতির আশাবাদ ব্যক্ত করে সংবর্ধনা সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft