আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ সরকারের সিদ্ধান্ত মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২৩ইং তারিখ শুক্রবার সারাদেশে সকল সরকারী আধাসরকারী স্বায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারী ও বেসরকারী ভবন ও বিদেশস্থ্য বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা উত্তোলিত করার নির্দেশ থাকলেও আদমদীঘি সদরে শিশু নিকেতন নামক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
প্রতিষ্ঠানটি আদমদীঘি স্টেশন রোড সংলগ্ন হবার কারনে সচেতন মহলের দৃষ্টিতে আসে বিষয়টি নিয়ে উপজেলায় সোরগোল শুরু হয়েছে এবং এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মৃদুল কুমারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান জাতীয় পতাকা উত্তোলনের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে কোন পত্র প্রেরণ করা হয়নি। সেজন্য বিষয়টি আমি পরে জেনেছি এবং সকাল ১১.৩০মিঃ এর সময় আমি উপস্থিত থেকে অত্র স্কুলে পতাকা উত্তোলন করেছি।
যে বিদ্যালয়টির সভাপতি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার। প্রধান শিক্ষককে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলার জন্য মোবাইল ফোন নাম্বার নিতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। তার সাথে কথা বলতে চাইলে তিনি বারবার নিষেধ করেছেন। সভাপতি কে এই বিষয়ে কোন কথা না বলার জন্য। অনুরোধ করেন।
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর এটি টপ অফ দা নিউজে পরিণত হয়েছে আদমদীঘি উপজেলায়।