হুসাইন ইমাম সবুজ:
১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী,সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল শুক্রবার (১৭ই মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদেরও আসার কথা রয়েছে। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভারবর্ধণ এবং শিশু সমাবেশ ও বই মেলার আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বাদল সাহার প্রতিবেদনে বিস্তারিত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদেরও আসার কথা রয়েছে। এদিন টুঙ্গিপাড়ায় পৌঁছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে রাষ্ট্রপতি ফিরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শিশু সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
পরে সাহিত্য ও সাংস্কতিক প্রতিয়োগীতার পুরস্কার, অস্বচ্ছল মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং বই মেলার উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণ এবং শিশু সমাবেশের মঞ্চ এবং বই মেলার আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে।