Sunahwar Ali, london:
জয়তু ঢাকা ইউনিভার্সিটি ক্লাব ইউকে 2023 সালের 16 মার্চ লন্ডনে একটি সংবর্ধনার আয়োজন করেন।
বিধান গোস্বামী, একজন সম্প্রদায়ের নেতা যিনি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব ইউকে প্রাক্তন ছাত্রদের নিয়ে ইভেন্টের নেতৃত্ব দিয়েছিলেন, সুভাষ সিং রায়, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বাংলাদেশ) এর যুগ্ম মহাসচিব, বিশিষ্ট ওষুধ বিজ্ঞানী, একুশে পদক বিজয়ী লেখক এবং রাজনৈতিক বিশ্লেষকের সাথে আড্ডা দিয়েছেন।
প্রগতিশীল, মুক্তমনা এবং মুক্তচিন্তার অধিকারী এই মানুষটি সমাজ ও মানুষকে অসাধারণ অনুসন্ধানী চোখে দেখেন। সতীর্থদের সাথে আবেগপূর্ণ আড্ডা পূর্ব লন্ডনে সন্ধ্যা 7 টা থেকে 10 টা পর্যন্ত ঘটবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই থেকে শুরু করে সমসাময়িক বিষয়গুলো উঠে আসে। হৃদয়-ভিত্তিক জ্ঞানী কথার উচ্চারণে পুরো কথোপকথনটি ছিল আনন্দদায়ক এবং প্রাণবন্ত।