Sunahwar Ali London:
15ই মার্চ 1972 আমাদের জাতির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে এবং গর্ব করতে হবে অসামান্য নেতৃত্বের জন্য, যা এই বিশ্বের অন্য কোনো নেতা কখনো অর্জন করতে পারেননি!
বঙ্গবন্ধু শেখ মুজিবের এক আদেশে ভারতীয় মিত্র বাহিনীর জেনারেল অরোরা এবং তার হাজার হাজার সৈন্য ১৯৭২ সালের ১৫ই মার্চ ঢাকা স্টেডিয়ামে বঙ্গবন্ধুকে অভিবাদন জানিয়ে ঢাকার রাস্তায় দিল্লি অভিমুখে যাত্রা করেন। বিশ্ব নেতারা তাদের বক্তৃতায় এই অসামান্য উদাহরণটিকে আজও একটি রেফারেন্স হিসাবে উল্লেখ করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সত্ত্বেও, মিত্র বাহিনী তখনও ইউরোপের মাটিতে ছিল এবং একটি মিত্র দেশ জাপানের একটি দ্বীপ দখল করেছিল। বাঙালি মাত্র নয় মাসে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে, নয় মাসের মধ্যে ৯৮,০০০ সৈন্য পরিবেষ্টিত এই পৃথিবীর কোথাও ঘটেনি।
এছাড়াও, পৃথিবীর কোনো মিত্র শক্তি দেশে প্রবেশ করে এত অল্প সময়ের মধ্যে ফিরে আসেনি, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সম্ভব হয়েছিল। সুতরাং, কিছু তথাকথিত মানুষ যারা এতটাই অকৃতজ্ঞ তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এমন অসামান্য অর্জনকে বোঝার বা স্বীকার করার চেষ্টাও করে না এবং এই পৃথিবীতে আমাদের সমস্ত ইন্ডেন্ট দেওয়ার জন্য জাতির প্রতিষ্ঠাতাকে নিয়ে গর্বিত ও কৃতজ্ঞ হতে হবে। . জয় বাংলা আর বঙ্গবন্ধু দীর্ঘজীবী হোক।