1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন

লন্ডনে নির্বাচিত লেবার পার্টি ও বিএমই কাউন্সিলরদের সংবর্ধনা

  • আপডেট করা হয়েছে : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪৮ বার দেখা হয়েছে

লন্ডন ডেস্ক:
বেথনাল গ্রীন এবং বো লেবার বিএমই 9 মার্চ 2033 সন্ধ্যায় লন্ডনে প্রথম নির্বাচিত লেবার বিএমই কাউন্সিলরদের স্বাগত জানাবে প্রধান অতিথি রুশনারা আলী এমপি।

বেথনাল গ্রিন এবং বো লেবার পার্টি বিএমই পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস পার্কে লন্ডনে প্রথম নির্বাচিত লেবার পার্টি বিএমই কাউন্সিলরদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানের চেয়ারম্যান ডাঃ আনিসুর রহমান আনিশ, প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বেথনাল গ্রীন অ্যান্ড বো আসনের এমপি রুশনারা আলী এবং লন্ডন অ্যাসেম্বলির সদস্য উমেশ দেশাই, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক নেতা হেলাল আব্বাস। লন্ডনের ছয়টি কাউন্সিলে প্রথম নির্বাচিত লেবার বিএমই কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করা হয়।
শুরুতে ব্রিটেনের প্রয়াত রাণী এলিজাবেথের আত্মার শান্তি ও বাংলাদেশের মহান স্বাধীনতার মাস উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও, টাওয়ার হ্যামলেটস গত তিন দশক ধরে নির্বাচিত লেবার বিএমই স্পিকার এবং আনুষ্ঠানিক মেয়রদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস, ক্যামডেন, নিউহ্যাম, ক্রয়ডন, রেডব্রিজ এবং বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে প্রথমবারের মতো নির্বাচিত লেবার বিএমই কাউন্সিলরদের প্রত্যেককে বেথনাল গ্রিন এবং বো লেবার বিএমই কমিটির কমরেডরা ফুল দিয়ে স্বাগত জানায়।

রুশনারা আলী এমপি বেথনাল গ্রীন ও বো লেবার পার্টি বিএমই এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক স্পিকার ভিক্টোরিয়া আভাজি, সাবেক স্পিকার আহবাব হুসাইন, সাবেক স্পিকার সাবিনা আখতার, সাবেক মেয়র মতিনুজ্জামান। নিউহাম কাউন্সিলর ওসমান গণি, কাউন্সিলর সাবিয়া কামালী, কাউন্সিলর দিনা হুসাইন, কাউন্সিলর নূর নাহার, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলর মুহিব চৌধুরী, ক্রয়ডন কাউন্সিলর মুহাম্মদ ইসলাম, রেডব্রিজ কাউন্সিলর লুৎফা রহমান, কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরী, কাউন্সিলর সিকুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর শুভ হোসেন, কাউন্সিলর মো. মাইশা, কাউন্সিলর রেবেকা সুলতানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, কাউন্সিলর ফারুক মাহফুজ, কাউন্সিলর আবদাল উল্লাহ, কাউন্সিলর মুজিবুর রহমান, কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর এনাম ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান প্রমুখ। ওয়েস্টমিনস্টারের সাবেক কাউন্সিলর শামীম তালুকদার, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, পপলার লাইমহাউস বিএমই সেক্রেটারি সাবেক কাউন্সিলর রুহুল আমিন, আনোয়ার পুনেকার, বিএমই কর্মকর্তা রফিক উল্লাহ, নাজমা হুসেইন, হুসনা আরা মতিন, হামিদা ইদ্রিস প্রমুখ বক্তব্য রাখেন। , আনোয়ার মিহা, হামিম চৌধুরী, রিদওয়ান হোসেন, আমিনা আলী, শাহেদা রহমান, মনিরুজ্জামান মনি, মাহমুদা বেগম।

এছাড়াও মানবাধিকার কর্মী ও বাংলাদেশ ডেইলি স্টার প্রতিনিধি আনসার আহমেদ উল্লাহ এবং পপলার লাইনহাউস লেবার পার্টির কোষাধ্যক্ষ সুলতান হায়দার অনুষ্ঠানের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক সামির হাসানকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে খাওয়ানো হয়।

 

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft