সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধি:
স্পেন বি এন পি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সহ নির্দলীয় নির্বাচন এবং ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুস্টিত হয়েছে।
মঙ্গলবার (৭ ই মার্চ) রাত ৯ ঘটিকায় রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার আনারকলি রেস্টুরেন্টে স্পেন বিএন۔পির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মনির এর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সচিব আবু জাফর রাসেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি মামুনুর রশিদ খান।প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক দলের আন্তর্জাতিক সম্পাদক আলমগীর কবির , বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইউরোপের সাংগঠনিক সমন্বয়ক জহুরুল ইসলাম মিলন।বক্তব্য রাখেন ,স্পেন বি এনপির সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু ,যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম তাহের ,হেমায়েত খান , এস এম আহমেদ মনির ,রমিজ উদ্দিন , সোহেল আহমেদ সামসু ,যুগ্ম সদস্য সচিব জাকিরুল ইসলাম জাকি , আব্দুল আউয়াল খান , যুব দলের সাধারণ সম্পাদক শাওন আহমেদ ,আকবর শেঠ ,মাইন উদ্দিন ,আমির হুসেন প্রমুখ।সভায় বি এন পি, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল, সাবেক ছাত্রদল অগ্রেনাইজেশনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কুরআন তেলওয়াত করেন জাহিদ হাসান ও “প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ “দলীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জহিরুল ইসলাম।
সভায় অতিথিরা কৃষকদলের একটি কমিটির রুপরেখা তৈরি করে কেন্দ্রে পাঠানোর আহবান জানান এবং কৃষকদলকে স্পেনে শক্তিশালী করার নির্দেশ প্রধান করেন।