এসএম শেখ মোহনা:
ছোট থেকে স্বপ্ন ছিল, হবো আমি সাহিত্যিক।
স্বপ্ন আমার অটুট ছিল, ছুটতো দিক-বিদিক।
ছোট থেকে বড় হলাম স্বপ্ন নিয়ে বুকে….!
ঘুমের মাঝেও স্বপ্ন আমায় হাত বাড়িয়ে ডাকে…!
স্বপ্ন নিয়ে ভাবি যত, ততই বাড়ে অপেক্ষার কষ্ট….!
হঠাৎ করেই শঙ্কা জাগে, স্বপ্ন বোধ হয় হবে নষ্ট…!
সাহিত্যিক হবার জন্যে দিনরাত্রি জাগি।
তাই তো আমি ভীষণভাবে কবিতায় অনুরাগী…!
মাঝে মাঝে চিন্তা হয়, স্বপ্নটা আমার হবে কি সত্যি…?
শুরু থেকে আজ অবধি, আল্লাহর কাছে করি শুধু মিনতি…!
পাড়ি দেবো হাজারো কষ্ট, শত বিপদ, বাধা-ব্যবধান।
স্বপ্ন জানি সত্যি হবে, অপেক্ষা হবে অবসান।
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে…
লিখছি কবিতা, হবো আমি কবি…!
কলম নামের অস্ত্র দিয়ে….
তুলে ধরবো মানবজীবনের প্রতিচ্ছবি।
লেখক : HSC পরিক্ষার্থী 2023 নাটোর।