1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

  • আপডেট করা হয়েছে : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫ বার দেখা হয়েছে
শামীম মিয়া
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫২ জন অংশ গ্রহণকারী শিক্ষার্থীই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এতে করে বেশ আনন্দে মেতে উঠেছে উত্তীর্ণ শিক্ষার্থী-অভিভাবকরা।
জিপিএ-৫ প্রাপ্তরা শিক্ষার্থীরা হলেন,মো.আব্দুর রহমান,আমির হামজা আশিক,ফারহান আঞ্জুম, তাসিন হান্নান কারেব,মুবাল্লিগ মোর্শেদ ওমর, কাজী আরাফাত হোসেন জিসান,ফয়সাল হোসেন,নাবেদ ফারদিন খান,একে খালিদ বিন জাফর,জাবির আল জিহাদ,উবায়দুর রহমান অয়ন,এএম সামিউল হায়দার,আসাদুল্লাহ্, নাফিস রেজা,আবিদ ইসরাক লিজন,আবু সাইফ আল সামি,রুশদি হাসান,নুজাদ আহমেদ ওয়াসিকে,আতিকুর রহমান খান রিওন,এসএম মাহিবুল্লাহ্ তানভীর,সিয়াম তালুকদার রাফি, রাকিবুল হাসান কায়েস,মুবাচ্ছির নাজিব, রাহিমুল ইসলাম রিয়াদ,আবির কর্মকার,সুশময় চক্রবর্তী,আবু মোসা রোহান,রুবায়েদ সরকার সিয়াম,আবদুল্লাহ্ বিন শাহনূর জাহিন,আশরাফ জাহান হিমেল,সরোয়ার হোসেন,দিদারুল ইসলাম,জাহিন রহমান,আল-আমিন,জাওয়াদ মুহতাদী আফনান,ইফতেখার হোসেন,রাহাত বিন আনিকুল,আবরার শাহরিয়ার সরকার,হাসিবুল ইসলাম সুপ্ত,নাহিদ সাদমান,নাহিদুজ্জামান ইমন, মুহতাসিম হাসান সিনদীপ,মাহাফুজুল ইসলাম দীপ্ত,তাসিন সামিউল্লাহ্,মোহাম্মদ মুহতাসিম, নাফিস রাফিদ,তানভীর আহমেদ,মুশরাথ মুনাওয়ার ইউশা,সৈয়দ মাহমুদুল হাসান, ওয়ালীউল্লাহ,সাদমান সাবেব আজাদ, আবদুল্লাহ হোসেন মনি।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft