1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার দুপচাঁচিয়া পদ্ম পুকুরে শহীদদের বদ্ধভূমি ফলক উন্মোচন ঠাকুরগাঁওয়ে রমজান উপলক্ষে আব্রুয়ান  ফাউন্ডেশনের বিভিন্ন সামগ্রী বিতরণ ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি: বোরো ক্ষেতে পানি জমেছে শারজায় বাংলাদেশী সুপার মার্কেটের উদ্বোধন বড়াইগ্রামে কাটার আগেই পুড়ে ছাই হলো ৩৬ বিঘা পাকা গম চীন ইউক্রেন যুদ্ধকে তার হুমকির বিষয়ে বিশ্বকে সতর্ক করতে কাজে লাগাচ্ছে রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত বগুড়ায় ওজনে কম দেয়ায় দুই প্রতিষ্ঠানের জরিমানা রাজধানীতে মহিলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য’কে গ্রেফতার করলো মিরপুর থানা পুলিশ সোসাইটি ফর রিলিফ সংস্থার উদ্যোগে শালিখা মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরন 

সিরাজগঞ্জে গরু চুরিতে বাঁধা দেয়ায় গৃহকর্ত্রীকে হত্যার অভিযোগে ৪জন আটক

  • আপডেট করা হয়েছে : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫ বার দেখা হয়েছে
এম.দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে গরু চুরিতে বাঁধা দেয়ায় পিকআপচাপায় গৃহবধু সেলিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।
বুধবার (১ ফেব্রুয়ারী) রাতভর সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর মহল্লার মৃত আবুল শেখ ওরফে চাঁন মিয়ার ছেলে মোঃ লতিফ হোসেন (৪৫), রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল শেখ (৩৫), বগুড়া জেলার শাহজাহানপুর থানার চন্ডীবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস ছালাম ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার বারইপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৪)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সদর উপজেলার পঞ্চ সারটিয়া গ্রামে গরু চুরি করতে বাঁধা দেয়ায় গৃহকর্ত্রী সেলিনাকে পিকআপ চাপা দিয়ে পালিয়ে যায় চোরের দল। এতে ঘটনাস্থলেই ওই গৃহকর্ত্রীর মৃত্যু হয়। আহত হন তার ছেলে জুবায়ের। এ ঘটনায় সেলিনার স্বামী আমির চাঁন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ভোর রাত সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের আমির চাঁনের বাড়ি থেকে গরু চুরি করে পিকআপযোগে নিয়ে যাচ্ছিলো সংঘবদ্ধ চোরের দল। এসময় গরু চুরির বিষয়টি বুঝতে পেরে বাড়ির গৃহকর্ত্রী সেলিনা ও তার ছেলে জুবায়ের বাইরে বের হয়ে পিকআপ এর সামনে দাড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। চোরচক্রের সদস্যেরা পিকআপ না থামিয়ে তাদের সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গৃহকর্ত্রী সেলিনার মৃত্যু হয় ও তার ছেলে জুবায়ের গুরুতরভাবে আহত হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় চরসারটিয়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুসহ পিকআপটি রেখে পালিয়ে যায় চোরচক্র। পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া গরুসহ পিকআপটি থানায় নিয়ে আসে।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft