1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার দুপচাঁচিয়া পদ্ম পুকুরে শহীদদের বদ্ধভূমি ফলক উন্মোচন ঠাকুরগাঁওয়ে রমজান উপলক্ষে আব্রুয়ান  ফাউন্ডেশনের বিভিন্ন সামগ্রী বিতরণ ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি: বোরো ক্ষেতে পানি জমেছে শারজায় বাংলাদেশী সুপার মার্কেটের উদ্বোধন বড়াইগ্রামে কাটার আগেই পুড়ে ছাই হলো ৩৬ বিঘা পাকা গম চীন ইউক্রেন যুদ্ধকে তার হুমকির বিষয়ে বিশ্বকে সতর্ক করতে কাজে লাগাচ্ছে রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত বগুড়ায় ওজনে কম দেয়ায় দুই প্রতিষ্ঠানের জরিমানা রাজধানীতে মহিলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য’কে গ্রেফতার করলো মিরপুর থানা পুলিশ সোসাইটি ফর রিলিফ সংস্থার উদ্যোগে শালিখা মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরন 

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ক্রীড়া-আলোচনা-শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট করা হয়েছে : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০ বার দেখা হয়েছে

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা ব্যুরা প্রতিনিধিঃ ‘প্রতিবন্ধীরা সমাজের
বোঝা নয়-এরাও দেশের সম্পদ-আসুন সবাই মিলে এদের প্রতি
সহযোগিতার হাত বাড়িয়ে দেই’। এ শ্লোগান সামনে রেখে
প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষ সাধন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ম
বর্ষপূর্তি পালনপোলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে দিনব্যাপী ক্রীড়া
প্রতিযোগিতা-আলোচনা-শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও সাংস্কৃতিক
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রতিবন্ধী সেবা সংস্থার
(প্রসেস) আয়োজনে সদরের পলাশবাড়ী এসএমবি আদর্শ বহুমূখী উচ্চ
বিদ্যালয় এন্ড কলেজ মাঠে গৃহীত এসব কর্মসূচি পালন করা হয়। এর আগে
অত্রালাকার সর্বস্তরের নানা প্রতিবন্ধীদের একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী সদরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো.
কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো, মাসুদ রানা,
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আতিকুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয়
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ, পৌর কাউন্সিল’র মো. লিটন
মন্ডল ও প্রসেস সংস্থার সভাপতি সদরুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত
ছিলেন। এরআগে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা সংস্থার (প্রসেস)
প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনায়
ছিলেন গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোজাহিদ আনোয়ার
রিন্টু।

দিনভর এসব প্রতিযোগিতায় এলাকার শিশু থেকে বয়স্ক প্রতিবন্ধীরা
স্বর্তঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। প্রতিবন্ধীরা সকলেই নানা খেলাধুলাসহ
বিভিন্ন শারীরিক কসরত উপস্থাপন করেন। উপস্থিত বিচারক মন্ডলীর সার্বিক
দিক নির্দেশনায় খেলাধুলায় অংশ নেয়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও
তৃতীয় স্থান অধিকারীদের মাঝে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে পুরস্কার
হস্তান্তর করা হয়। শেষে স্থানীয় ও অতিথি শিল্পীর সমন্বয়ে এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

উল্লেখ্য; অত্র সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডলের
সার্বিক তত্ত্বাবধানে সমবেত প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন
করা হয়। অনুষ্ঠানে জেলা-উপজেলা প্রশাসন ও নিউ লাইফ ফাউন্ডেশনসহ

অন্যান্য প্রতিষ্ঠান প্রদত্ত্ব প্রায় ২৭৫ শীতবস্ত্র শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে
বিতরণ করা হয়।


গাইবান্ধায় জেলা জামায়াতের আমীরসহ

দুইজন গ্রেফতার

আরিফ উদ্দিন, গাইবান্ধা ব্যুরো প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা
জামায়াতের আমীর ও ইউনিয়ন জামায়াতের আমীরকে গ্রেফতার করেছে সদর
থানা পুলিশ। পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরের
নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা সদর থানা অফিসার
ইনচার্জ মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, গাইবান্ধা জেলা জামায়াতের আমীর লক্ষীপুর ইউনিয়নের
গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে আব্দুল করিম এবং সদর উপজেলার
বল্লমঝড় ইউনিয়ন সভাপতি উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে আবদুল্লাহ
আল মাহমুদ।

বৃহস্পতিবার ভোর রাতে দিকে সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান
চালিয়ে জামায়াতের ওই দুই নেতাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ১৯৭৪
সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/২৫—ডি ও বিস্ফোরক আইনের ৩/৪ ধারায়
মামলাসহ একাধিক মামলার আসামি তারা।

পুলিশ জানায়, গত ১ জানুয়ারী সকালে সদর উপজেলার খোলাহাটী
ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক
করেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনার স্থলে যাওয়া আগেই পালিয়ে যান
তারা। সেই দিনই সকালে পুলিশ বাদী হয়ে ১৮ জন জামায়াত নেতার নাম
উল্লেখ করে অজ্ঞাতসহ ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক
আইনের মামলা দায়ের করে।

তারই পরিপেক্ষিতে বৃহস্পতিবার রাতে বিভিন্ন
স্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়।
সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, জামায়াতের দুই
নেতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের
আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।


সাদুল্লাপুরে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক

নিহত

আরিফ উদ্দিন, গাইবান্ধা ব্যুরো প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর
উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (১৭) নামের এক ট্রলির চালক
নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গাইবান্ধা-
সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। শাকিল
মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামের জলিল
মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় শাকিল মিয়া কাঠবোঝাই ট্রলি
চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে অপর একটি ড্রাম ট্রাক
পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রলিটি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে
শাকিল মিয়া গুরুতর আহত হয়। এরই ফাঁকে ট্রাকটি রেখে চালক পালিয়ে
যায়। পরে শাকিলকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এবিষয়ে সাদুল্লাপুর থানা অফিসার প্রদীপ কুমার রায় বলেন, ঘটনাটি
লোকমুখে শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft