স্টাফ রিপোর্ট;
গত ১৬ জানুয়ারী ২০২৩ নিজস্ব আর্থায়নে একটি নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে এক অনাড়ম্বর পরিবেশে। সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর এই মেঠোপথ অসংখ্য মানুষের যাতায়াতের পথে সুগম করেছে।
যেখানে গ্রামের অসংখ্য নারী পুরুষ বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক সহ মেহনতী মানুষের আগমন ঘটেছিল।
আর এই উদ্বোধনটি হয়েছে
সিলেটের বিশ্বনাথ উপজেলার নিভৃত পল্লীর হপিরপাড় গ্রামে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন গড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসরিন হিরা ডায়মন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয়
যুবলীগ নেতা সুমন, দুলাল সহ আরও অনেকে।
এই রাস্তাটি নির্মানে সার্বিক সহযোগিতা ও নিজস্ব আর্থায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন লন্ডন প্রবাসী সুনাহওয়ার আলী।
NRB এর যিনি একজন মানবাধিকার কর্মকান্ড এবং বর্ণবাদ বিরোধী প্রচারক হিসেবে দেশ ও বিদেশে বিশাল দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন থেকে।
এদিকে উপরোক্ত গ্রামের রাস্তাঘাটের কমিউনিটি নেতা তিনি। তার নিজ তহবিল থেকে প্রায় ৫ ল লক্ষাধিক টাকার কাজ সম্পন্ন করেছেন। আর এই কাজ বন্ধ করার জন্য একটি কুচক্রী মহল রাস্তা নির্মানে বাঁধাগ্রস্থ করছেন বলে তিনি অভিযোগ করেন এই প্রতিবেদককে।
ব্যয়বহুল খরচে এই সেবামুলক কাজটি বন্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে তারা। আবার কেউ অসম্পূর্ণ রেখে, কিন্তু এ ধরনের কাজ শেষ হতে যাচ্ছে সময়ের ব্যাপার!
এছাড়াও, একই দিনে সুনাহওয়ার আলী পরিবারের বাড়িতে জিবন গড়ী ইউনিয়ন ফাউন্ডেশনের জন্য একটি শাখা চালু করার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে এদিন এই সভায় ২১ সদস্যের একটি কমিটি অনুমোদনের জন্য জিবন গড়ী ইউনিয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়, যা সুনাহওয়ার আলীর বোন রোহিমা বেগম এর নেতৃত্বে কমিটির কাজ সম্পন্ন করা হয়।