নাটোর প্রতিনিধি:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বার ও ব্রেঞ্চের সমন্বয় ন্যায় বিচার নিশ্চিত করে। বার ও ব্রেঞ্চের মুখের দিকে অগনিত বিচার প্রার্থী তাকিয়ে আছে। তাদের ন্যায় বিচার দিতে হবে আমাদের।
তাদের জন্য ন্যায় বিচার আনতে চাই তাহলে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। এজন্য তিনি বলেন একই সংসারে দুই সন্তানের মধ্যে কোন বিভেদ থাকলেও তা ভুলে যেতে হবে।
বৃহস্পতিবার বিকেলে আইনমন্ত্রী নাটোর আদালত প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এককোটি টাকা ব্যয়ে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, নাটোর- ০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর- ০১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।