মারুফ সরকার,স্টাফ রির্পোটার : রাজধানীর এফডিসি থেকে চলচ্চিত্র পরিচালক শফিক হাসানকে প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান।
শাহজাহান বলেন, শফিক হাসানের বিরুদ্ধে লেনদেন সংক্রান্ত অভিযোগ ছিল। তাকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে।শাকিব খান, পরীমনিসহ একাধিক প্রথম শ্রেণির অভিনয়শিল্পীর সিনেমা বানিয়েছেন শফিক হাসান।