জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইরের মধুপুর উপজেলার কুড়াগাছা গ্রামে শুক্রবার বিকেলে কৃষক ও উপকারভোগিদের সাথে মতবিমিয় করেছে কৃষি বিভাগ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এই সভার আয়োজন করে।
প্রক্লপ পরিচালক মো. জিয়াউর রহামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবিক্ষণ বিভাগের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক মাহমুদুল হাসান, উপপ্রকল্প পরিচালক মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মনিটরিং কর্মকর্তা নাজমুল হাসান, তাজমী নূর রাত্রি, কৃষক আলমগীর হোসেন প্রমূখ।
মতবিনিময় সভার আগে রঙ্গিন ফুল কপির মাঠ পরিদর্শন করেন কর্মকর্তারা।