ডেস্ক রিপোর্ট : ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচন। এই নির্বাচনে ঠিক কতটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) ভোট গ্রহণ করা হবে তা নির্ধারণ করতে সংশয়ে পড়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। সর্বোচ্চ ১৫০ আসনে এই মেশিন ব্যবহার করতে চাহিদা অনুযায়ী এই কমিশন নতুন যে প্রকল্পটি হাতে নিয়েছিল তা ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে।
ইসি সূত্র বলছে, বর্তমানে সংস্থাটিতে ৭০-৮০টি আসনে ব্যবহার করার মতো মেশিন রয়েছে। তবে বিভিন্ন জায়গায় থাকা এই সব ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যাবে এর কী পরিমাণ ব্যবহারযোগ্য আছে। আর সুনির্দিষ্ট কত আসনে জাতীয় নির্বাচনে এই মেশিন ব্যবহার হবে তা নির্ধারণ করতে সময় লাগবে কিছুদিন।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ইভিএমে একজনের ভোট আরেকজন দিতে পারে না এবং এটি চিন্তা করেও লাভ নেই। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ ১৫০ আসনে এই মেশিন ব্যবহার করতে উদ্যোগ নিয়েছিলাম আমরা। কিন্তু নতুন প্রকল্পটি কখন নাগাদ অনুমোদন হবে তা আমরা জানতে পারিনি। তবে, এর জন্য আমরা অপেক্ষাও করছি না।
এই বিষয়ে জানতে চাইলে এই প্রকল্পের পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান বলছেন, ১০টি অঞ্চলে ইভিএমের কিউসি সম্পন্ন হবে মার্চ মাসে।