নিজস্ব প্রতিবেদক; রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে হারিয়ে যাওয়া মো; আমির হোসেন ২৫ কে আজও উদ্ধার করতে পারেনি ডিএমপি পুলিশ।
১০ লাখ টাকা মরণপণ চাঁদা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তিরা, তারাও এখনো অধরায় লুকিয়ে আছে। হারিয়ে যাওয়া আমিরকে গুম করে রাখা হয়েছে না মেরে ফেলা হয়েছে কেউ জানেননা এই খবর। আর হারিয়ে যাওয়া সন্তানের শোকে পরিবারের মাঝে বইছে শোকের মাতম। আমির নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তুলাচারা ইউনিয়ন এর মুনসিয়ার বাড়ি গ্রামের আবু তাহের এর ছেলে।
এই আমির কে উদ্ধার এর জন্য দক্ষিনখান থানায় গত ২৮ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। জিডি নম্বর ১৫/১৬। অপর দিকে র্যাব ও ডিবি হেড কোয়ার্টার অফিসেও পৃথকভাবে অভিযোগ করা হলেও আরিফ এর সন্ধান পাওয়া যায়নি।
এবিষয়ে আমির এর ভাই নুর হোসেন কে মুঠোফোনে কল করা হলে তিনি এশিয়ান বার্তা কে জানান, আমার ভাই কে উদ্ধার করার জন্য আমরা সব ধরনের চেষ্টায় ব্যর্থ হয়েছি। ঢাকার প্রশাসনের নিকট আকুল আবেদন আমার ভাই কে জীবিত অথবা মৃত উদ্ধার করে দেন।
এবিষয়ে ডিএমপি দক্ষিন খান থানার এসআই মোঃ মুরশিদ উদদীন মৃধাকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি এশিয়ান বার্তা কে জানান, আমিরকে উদ্ধার করতে সকল প্রচেষ্টা চালিয়েছি। মোবাইল নম্বর সঠিক না পাওয়ায় তাঁদের সনাক্ত করা সম্ভব হচ্ছেনা। আমরা এই তদন্ত গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম এ পাঠিয়েছি।