এম মনিরুজ্জামান,রাজবাড়ী প্রতিনিধি।
সি এস এস রাজবাড়ী ব্রাঞ্চের উদ্যোগে মঙ্গলবার এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সিএস এস এর স্থপতি রেভারেন্ট পল মুন্সীর স্বরনে মঙ্গলবার রাজবাড়ী মৃর্ধা কলেজ প্রাঙ্গনে এক ফ্রি মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে ওই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সি এস এস এর রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শ্রীবাস চন্দ্র বিশ্বাস।
মেডিকেল ক্যাম্পে আরো বক্তব্য রাখেন সি এস এস এর রাজবাড়ী ব্রাঞ্চের আইটি অফিসার মফিজুল ইসলাম, রাজবাগী ব্রাঞ্চ ম্যানেজার মিরান হোসেন ও রাজবাড়ী ব্রাঞ্চের লোন অফিসার মো, রাজিব হোসেন।
মেডিকেল ক্যাম্পে রোগি দেখে ব্যবস্থাপত্র প্রদান করেন ডা, নিয়ামত উল্লাহ ও ডা, মো, শাখাওয়াত হোসেন খান।
উল্লখ্য, সিএস এস এর দিনব্যাপী আত্বর্মানবতার সেবার অংশ হিসেবে ওই মেডিকেল ক্যাম্পে দুই শত নারী ও শিশুসহ সাধারন রোগির চিকিতসা প্রতান করা হয়।