হাসিবুর রহমান
চলনবিল প্রতিনিধি,
নাটোর।
নাটোরের সিংড়া উপজেলার বিলদহর উচ্চ বিদ্যালয় মাঠে
মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে গাইবান্ধা মহিলা ফুটবল একাদশ ও সিংড়া মহিলা ফুটবল একাদশ খেলা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। নারী ফুটবলারদের প্রীতি ম্যাচের আয়োজন করেছিলো বিলদহর বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠান ‘তাসকিন ফার্মেসী।
’খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান স্বপন মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: আ: মমিন মন্ডল, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ দুলাল, বর্তমান সাধারণ সম্পাদক- হাসান আলী জনি প্রমুখ।
স্থানীয়রা জানায়, আগে বিলদহর খেলার মাঠটি খেলার অনুপযোগী ছিলো। ২০১৭ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টার প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করে মাঠটি খেলার উপযোগী করেন। প্রতিমন্ত্রী নিয়মিত খেলাধুলার জন্য ফুটবল,ভলিবল,ক্রিকেট সেট, জার্সি প্রদান করেন।