নাটোর থেকে আব্দুল মজিদ;
দেশ ও বিদেশের জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন দশ পেরিয়ে এগারোতে পদার্পণ উপলক্ষে নাটোর প্রতিনিধি আব্দুল মজিদের আয়োজনে আজ সকাল এগারোটায় নূরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ ও বে-ওয়ারিশ লাশ দাফন জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মীর আহমেদ টুটুল।
সোসাইটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পারভেজ সাজ্জাদ হোসেন সরকার বাচ্চু, নাটোর জেলা পরিষদ সদস্য রেজাউল করিম, সংস্থার সদস্য খোদেজা বেগম আল্লাদী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, দেশ-বিদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি দশ পেরিয়ে এগারো বছরের পদার্পণ করায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সিআইপি সহ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করায় নাটোর জেলা প্রতিনিধি আব্দুল মজিদকে ধন্যবাদ জানান তিনি।