একে নান্নু ;
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
এখন সেখানে সান্ত বিরাজ করলেও চার পাশে থমথমে অবস্থা বিরাজ করছে। নিমিসে ফাঁক হয়েছে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা। এই ঘটনায় নিমিষে পল্টন এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
আজ বুধবার বেলা ৩টায় এই সংঘর্ষ শুরু হয়। এতে প্রায় ২০ আহত ও একজন নিহত হয়েছেন । আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়।
পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ রবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে।
এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করে।
পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীরা রাস্তা দখল করে রাখে। এতে করে যানচলাচল বন্ধ হয়ে যা। পুলিশ তাদের সরে যেতে বললে এই হামলার সুত্রপাত হয়েছিল।
ভিডিওটি দেখুন ও সাবস্ক্রাইব করুন…