গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া গাবতলীর কাগইলে সনাতন ধর্মালম্ভীদের আয়োজনে ধর্মরাজ
যমালয় পুজো অনুষ্ঠিত হয়েছে। কাগইল যমালয় মন্দিরের সেবায়েত সুমন কুমার সরকারের ব্যবস্থাপনায় উক্ত পুজো অর্চনাকালে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা সদস্য মাধব চন্দ্র সাহা, নারায়ন চন্দ্র, বিমল
চন্দ্র সরকার, কালীপদ সরকার, মানিক চন্দ্র সরকার, সুব্রত রায় চৌধুরী, বিপুল সাহা,উদয় কুমার রায় চৌধুরীসহ সনাতন ধর্মের নর-নারী ও ভক্তবৃন্দ।