গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বুধবার বগুড়া গাবতলীর কদমতলীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আস্থা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে ছাত্রীদের মাঝে মোট ২৫টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা আস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম রন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দু এবং নেপালতলী ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু। সংস্থার উপদেষ্টা মন্তেজার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রী সুমাইয়া আকতার। শেষে প্রধান অতিথি ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫জন ছাত্রীদের মাঝে জনপ্রতি বিনামূল্যেএকটি করে বাইসাইকেল বিতরণ করেন।