স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সলঙ্গার হরিণচড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাঠগড়া গ্রামের মৃত বাদশা আলীর পুত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৬ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাছবাহী পিকাপের সংগে বিপরীত দিকথেকে আসা একটি কার্ভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। এসময় অপর একজন গুরতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধারকরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
হাটিকুমড়ুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছি এবং তার পরিবারকে খবর পাঠিয়েছি।