মোঃ আজিজুল ইসলামঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ডিবি পুলিশ তালা উপজেলার ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ও ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদে অফিস চলাকালীন সময়ে একটি সাদা রঙের গাড়িতে সাদা পোশাকধারী পুলিশ তাদের কে আটক করে। এসময় কোনো কিছু বুঝে উঠার আগেই তাদেরকে আটক করে গাড়িতে নিয়ে চলে যান।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, পরিষদে কাজের জন্য এসে দাড়িয়ে ছিলাম। এসময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোতে সাদা পোশাকধারী পুলিশ এসে চেয়ারম্যানকে গাড়িতে করে নিয়ে চলে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যানদের গ্রেফতার করার সাথে সাথে আমরা সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গেছে বলে শুনেছি ।আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি বলে জানান এই সময় সাতক্ষীরা ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলু রহমানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করণে ফোনে পাওয়া যাইনি ।