ডেস্ক রিপোর্ট: ১০ ডিসেম্বর রাজধানীর আরামবাগে গণসমাবেশের জন্য বিএনপি মৌখিকভাবে অনুমতি চেয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান।
তিনি বলেন, বিএনপি আমাদের কাছে আরামবাগে সমাবেশ করার জন্য মৌখিকভাবে অনুমতি চেয়েছে। তবে আরামবাগে বড় কোনো মাঠ নেই। আরামবাগের রাস্তাতে অনুমতি চেয়েছে। তবে আমরা কোনো রাস্তায় সমাবেশের অনুমতি দেবো না। মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন তিনি।
এর আগে সোমবার (৫ ডিসেম্বর) হায়াতুল ইসলাম খান জানিয়েছিলেন, সোমবার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আরামবাগ সড়কে সমাবেশ করার মৌখিক প্রস্তাব দিলে সেটি নাকচ করে দেয়া হয়।
তিনি আরও বলেন, ডিএমপির পক্ষ থেকে আবারও সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তাব দেয়া হয়েছে। আর যদি সোহরাওয়ার্দী উদ্যান স্বস্তিকর করতে বিএনপির কোনো সুপারিশ থাকে তাহলে তা বাস্তবায়ন করারও আশ্বাস দিয়েছে ডিএমপি।