জয়পুরহাটে চঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। র্যাব জানিয়েছে, ২০২০ সালের ১৯ জুন জেলার কালাই উপজেলার দুধাইল গ্রামের ওসমান আলীর ছেলে সারোয়ার হোসেন বাসা থেকে বের হয়ে যায়। এরপর দুইদিন ধরে তার আর কোন খোঁজ পাওয়া যায় নি। পরবর্তীতে ওই বছরের ২১ জুন একই এলাকার রতন চৌধুরীর জমির আইলের পাশে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। কালাই থানা পুলিশ মামলার কোন সুরাহা করতে না পারায় মামলাটি সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়।
পুলিশি তদন্তে অভিযুক্ত মোঃ রানা বাবু (৩১), মোঃ শামীম (২৮) এবং আব্দুর রাজ্জাক (৩৭) এর নাম উঠে আসে। এরমধ্যে আব্দুর রাজ্জাক এই মামলার অন্যতম অভিযুক্ত এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্ত করে সদর উপজেলার হিচমি মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, কালাই থানার মামলা নং-১০, তাং-২১/০৬/২০২০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মূলে ক্লুলেস মামলার অন্যতম আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিআইডি কার্যালয়ে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।