ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনি বংশোদ্ভূত সাংবাদিক শিরীন আবু আখলেহ হত্যার তদন্ত ও দোষীদের শাস্তি প্রদান চেয়ে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।
আবু আখলেহ ২৫ বছর থেকে আল-জাজিরায় কাজ করছিলেন। গত ১১ মে ইসরায়েল অধিকৃত জেনিনের একটি শরণার্থী শিবিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান কভার করার সময় একজন সেনা আবু আখলেহ মাথায় গুলি করে। তাতে তিনি অকুস্থলেই মারা যান।
৫১ বছর বয়সী আবু আখলে ছিলেন জেরুজালেমের বাসিন্দা এবং মার্কিন নাগরিক। সাংবাদিক হিসেবে তিনি ছিলেন একটি সুপরিচিত নাম। ইসরায়েলী দখলদারিত্বের বিরুদ্ধে তিনি ছিলেন একটি কন্ঠস্বর এবং ফিলিস্তিনিদের সংবাদ তিনি নিয়মিতই কভার করতেন।