জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
মধুপুরে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমুলক সভায় প্রথমে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ডা.মীর ফরহাদুল আলম মনি, ওসি তদন্ত মুরাদ হাসান সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধা বৃন্দ, সকল সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং বিভিন্ন দিগ-নির্দেশনা মুলক মুক্ত আলোচনা করা হয়।