শামীম মিয়া , মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ বাসের যাত্রী। রবিবার রাত প্রায় সাড়ে ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল বাইপাস মহাসড়কের উপজেলার সাটিয়াচড়া এলাকায় চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কা লেগে মুকুল হোসেন (৪৫) নামে বাসের এক হেলপারের মৃত্যু হয়।
নিহত মুকুল হোসেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সিংড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
আহত তিন বাস যাত্রীকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ বাস ও ট্রাক আটক করেছে।
হাইওয়ে পুলিশ জানায়,মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী মালবাহী চলন্ত একটি ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে ঘটনাস্থলে বাসের হেলপার নিহত হন এবং তিন যাত্রী আহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
গোড়াই হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস আটক করা হয়েছে।