মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে অধ্যাপক আলতাফ হোসেন নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন।
গত বৃহস্পতিবার ১লা (ডিসেম্বর) দুপুরে তিনি ফুলবাড়ী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করে দায়ীত্ব বুঝে নেন।
গত ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ আদেশে দেন।
এর আগে অধ্যাপক আলতাফ হোসেন দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে কর্মরত ছিলেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন,১৪ তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলায়।
যোগদানের দিনে তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে নতুন অধ্যক্ষ যোগদান করায় তাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীগণ।