জাহিদুল কবির মধুপুর টাংগাইল প্রতিনিধি;
আসুন সবাই ঐক্য গড়ি, বাল্য বিবাহ বন্ধ করি এই স্লোগানকে সামনে রেখে মধুপুর উপজেলা প্রশাসন জিরো টলারেন্স বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় মধুপুর উপজেলা প্রশাসন শুক্রবার (২ডিসেম্বর ) রাতে আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রামে একটি বাল্য বিবাহ বন্ধ করেন।
ঘটনার সূত্রে জানা যায়, মধুপুর থানাধীন আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা এলাকার মো.হাসমত আলীর ১৩ বছরের মেয়ের সাথে আউশনারা ইউনিয়নের সাহাপাড়া নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান(২০) এর সাথে বিয়ের আয়োজন করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক উপজেলা কমিশনার(ভুমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, লাউফুলা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনা স্থলে গিয়ে বাল্য বিবাহের সত্যতা খুঁজে পান।
পরবর্তীতে বর কনের পিতামাতাকে ভ্রাম্যমান আদালতে হাজির করে ২০১৭ সালের বাল্য বিবাহ আইনের ৮ধারা মতে উভয় পক্ষকে পনের হাজার টাকা জরিমানা করা হয় এবং উভয় পক্ষের ছেলে মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিবাহ দিবেন না এই মর্মে মচলিকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।