মঈন উদ্দীন: রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এই সমাবেশে যোগ দিচ্ছেন আশপাশের জেলাগুলো আসা হাজারো নেতাকর্মীরা বলে দলটির সূত্রে জানা গেছে।
এদিকে শনিবার সকালে স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হয়েছে গণ সমাবেশের আনুষ্ঠানিকতা।
গণসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে মঞ্চে উঠেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি।
রাজাহীর স্থানীয় বিএনপি নেতারা জানান, গতকাল বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতারা সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেন। তারা দুপুরে জুম্মার নামাজ সমাবেশ স্থলে আদায় করেন এবং সেখানেই রাত্রিযাপন করেন।