এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
১০ দফা দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিভাগের আট জেলায় ১০ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলা এ ধর্মঘটে সিরাজগঞ্জ ও রাজশাহী রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, রাজশাহী ও জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচলা বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী বাস চলাচল করছে।
আজ ছুটির দিন হওয়ার কারণে যাত্রী সংখ্যা তেমন দেখা মিলছে না। জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য যাত্রীদের একমাত্র ভরসা সিএনজি অটোরিকশা। যে কারণেই গতকাল থেকে ভাড়া বেড়েছে সিএনজি অটোরিকশা।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সমিতির,সাধারণ সম্পাদক দুলাল হোসেন দুলু জানান,১০ দফা দাবিতে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তিনদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে দাবি মানা না হলে এ আন্দোলন চলমান থাকবে।