গোপালগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এম পি বলেন, ফকরুল ইসলামের মুখে মধু আর অন্তরে বিশ তারা সমাবেশের অনুমতি চেয়েছে অনুমতি দেয়া হয়েছে আমরা রাজশাহীতে বলে দিয়েছি ঢাকার সমাবেশে কোন পরিবহন ধর্মঘাট থাকবে না এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এর পরে ও যদি লাঠি ও আগুন নিয়ে মাঠে নামেন তাহলে খবর আছে। এ সম্মেলন এ উদবোদকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস,এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমান এমপি।
সম্মেলনে মাহাবুব আলী খান সভাপতি এবং জি এম সাহাবদ্দিন আজমকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।