এম.দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সদ্য ঘোষিত এসএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করায় জবাব চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বুধবার (৩০ নভেম্বর) উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক স্বাক্ষরিত ওই নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। শোকজ নোটিশ পাওয়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ইসলামপুর (মাঝিপাড়া) ধরইল দাখিল মাদরাসা,রামকৃষ্ণপুর ইউনিয়নের কালিকাপুর দাখিল মাদরাসা ও বড়পাঙ্গাসী ইউনিয়নের খন্দকার নূরুন নাহার জয়নাল আবেদিন দাখিল মাদরাসা।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়,ওই তিন প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি। এদিকে ওই তিন প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী পাস না করায় উল্লাপাড়ার সর্বমহলে ওই তিন প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদান কার্যক্রম নিয়ে যেমন সমালোচনার ঝড় বইছে তেমনি শিক্ষকদের দায়িত্বে অবহেলারও প্রশ্ন উঠেছে । অপরদিকে অভিভাবকের মাঝে বিরাজ করছে ক্ষোভ আর শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কালিকাপুর দাখিল মাদরাসার সুপার ওবায়দুল্লাহ এশিয়ান বার্তা টোয়েন্টিফোর ডটকম’কে বলেন,গতকাল বুধবার(৩০ নভেম্বর) নোটিশটি হাতে পেয়েছি। এতে কোনো শিক্ষার্থী যে পাস করেনি সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
খন্দকার নুরুন্নাহার জয়নাল আবেদীন দাখিল মাদরাসার সুপার রেজাউল করিম ও ইসলামপুর ধরইল (মাঝিপাড়া) দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলামও নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক বলেন, বিষয়টি জানার পর প্রতিষ্ঠানগুলোর প্রধানকে শোকজ করা হয়েছে। তাদের উত্তর পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#