এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ থেকে জেলা পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুরজিৎ মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে পৌরসভা রোডের জেলা পরিষদ রেস্ট হাউসের রুম নম্বর বি-১/১০৪ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরজিৎ মজুমদার পাবনা বিজ্ঞান কলেজ রোড এলাকার সুধীর চন্দ্র মজুমদারের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদে চাকরি করার সুবাধে পৌরসভা রোডে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোর বি-১/১০৪ কক্ষে একাই থাকতেন।
ঘটনার বিষটি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুমন কুমার দাস বলেন, প্রতিদিনের মতোই রাতে নিজ কক্ষে সুরজিৎ মজুমদার ঘুমাতে যান। কিন্তু আজ সকাল সাড়ে নয়টায় দিকে সেই কক্ষের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে ডাকবাংলোর কেয়ারটেকার শাহিন মিয়া পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের রশির দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।