সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার সকালে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেরকরে রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজীর সভাপতিত্বে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।