গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বুধবার এক বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভা, সংবর্ধনা ও কেক কর্তন অনুষ্ঠান সংগঠনের সভাপতি ফজলুল বারী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া-৭ এর সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকী, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোমিনুল হক শিলু, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মিরাজুল ইসলামসহ আরো অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়িক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির।
রাসেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আনোয়ার, দীপু, শহীদুল, জুয়েল ও জাহাঙ্গীর আলম। র্যালী শুরুর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ব্যবসায়িক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে কেক কাটেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।