আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি:
বেসরকারি উন্নয়ন সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি আয়োজনে এডুকেশন আউট লাউড এএসএ প্রজেক্ট এর সহযোগিতায় বুধবার (৩০ নভেম্বর) গাইবান্ধা চেম্বার হলরুমে শিক্ষা বাজেট বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী প্রধান মুর্শিদুর রহমান খাানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রবিউল হাসান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ আব্দুল মমিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ সবুর উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, কলেজ শিক্ষক সমিতির প্রতিনিধি নাসরিন সুলতানা রেখা, আনালের তারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল রানী মজুমদার, দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি উত্তম সরকার, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল সাঈদ, আদিবাসী প্রতিনিধি ফিলিমেল বাস্কে, ছিন্নমূল মহিলা সমিতির সহকারী পরিচালক মাসুদুন নবী লিপন প্রমুখ।
উল্লেখ্য, সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সংগঠনের
নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সিভিল সোসাইটি নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, অভিভাবক, এমএমসি সদস্য, গণমাধ্যমের
প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৫০ জন প্রতিনিধি অংশ
গ্রহণ করে।