শামীম মিয়া মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে দুই মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে মির্জাপুর থানা পুলিশের এএসআই রফিকুল ইসলাম,পৌর সদরের জোহরবাড়ী ও ডাক বাংলো এলাকা থেকে তাদের দু’জনকে আটক করেন। আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন বিচারক।
সে সময়,খোকন মিয়া নামের এক মাদকসেবীকে ১ বছর তিন মাস ও রিপন আহমেদ নামের আরেক মাদকসেবীকে ৪ মাসের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম বুলবুল।
কারাদন্ড প্রাপ্তরা হলেন,পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের হানিফ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫) ও বাইমহাটি গ্রামের রাজু আহমেদের ছেলে রিপন আহমেদ (২৭) বলে জানা গেছে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন,দুই মাদকসেবীকে জেল ও জরিমানা দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।