নুরনবী রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ
বিমানবন্দর থেকে প্রায় ১ কি:মি: উত্তরে দূর্বাগাড়ি গ্রামে আলুর ক্ষেতে
মঙ্গলবার (২৯ নভেম্বর) আনুমানিক সকাল ১০ টা ৩৫ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) দুইজন বৈমানিকসহ বগুড়ার এরুলিয়া বিমান বন্দর সংলগ্ন এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে।
আইএসপিআর জানায়, সকাল ১০ টা ৩৪ মিনিটে বিমানটি এরুলিয়া বিমান বন্দরে অবস্থিত বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল থেকে উড্ডয়ন শুরু করে। প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মাহবুব ও স্কোয়াড্রন লীডার হালিমুর নিরাপদ ও সুস্থ্য আছেন। দুর্ঘটনায় পতিত প্রশিক্ষণ বিমানটি বিমান বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে মেরামত যোগ্য।
এশিয়ানবার্তা বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের দুর্বাগাড়ি (কদমতলী) এলাকায় মঙ্গলবার সকালে বিমানটি আলু ক্ষেতে অবতরণ করে। দুর্ঘটনার পরপরই বিমানটির দুইজন বৈমানিককে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সযোগে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।