মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মমতাজুল হক ও সদস্য ফেরদৌস পারভেজের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৮ নভেম্বর)রাতে ডিমলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরের বিজয় চত্তরে জাঁকজমকভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।
নীলফামারী-১(ডোমার-ডিমলা)আস
অনুষ্ঠানে ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ের দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও ডোমার-ডিমলার অধিকাংশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্যসহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।