এম.দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লালুয়া মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোতলেবুর রহমান (৫০)’র বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১৩) কে শ্লীলতাহানী ও যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। এবিষয়ে ওই ছাত্রীর বাবা জাফর ইকবাল টিটু প্রতিকার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের বিষয়টি প্রধান শিক্ষক আছাদুজ্জামান নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, তাড়াশ উপজেলার লালুয়া মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোতলেবুর রহমান দীর্ঘ দিন যাবত নিজ বিদ্যালয়ের পাঠদান শুরুর আগে সকালে ব্যাচ করে ৮/১০ জন শিক্ষির্থীকে ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়াতেন। এরই একপর্যায়ে তিনি গত বৃহস্পতিবার(২৫ নভেম্বর) এর প্রাইভেটে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বাদে অন্যদের ছুটি দিয়ে দেন।
কিন্তু প্রাইভেট শিক্ষক অফিস সহকারীর কৌশল বুঝতে পারেনা ওই ছাত্রী। এদিকে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার(২৫ নভেম্বর) নির্ধারিত সময়ে ওই ছাত্রী বিদ্যালয়ে প্রাইভেট পড়তে এসে তার সহপাঠীদের না পেয়ে চলে যাবার চেষ্টা করে। কিন্তু এতে বাঁধা হয়ে দাঁড়ায় তার প্রাইভেট শিক্ষক বিদ্যালয়ের অফিস সহকারী মোতলেবুর রহমান। একপর্যায়ে তিনি কৌশলে ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে তাঁর শরীরের স্পর্শকতর জায়গায় হাত দেন এবং যৌন নিপীড়নের চেষ্টা চালান।
পরে ওই ছাত্রী বাড়ীতে এসে ঘটনাটি তাঁর অভিভাবকদের অবগহিত করেন। কিন্তু শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় রোববার(২৮ নভেম্বর) বিদ্যালয় খুললে অফিস সহকারী মোতলেবুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর ন্যায় বিচার দাবী করে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অফিস সহকারী মোতলেবুর রহমান এ বিষয়টি অস্বীকার করেছেন। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন জানান,প্রধান শিক্ষক এখনও এ বিষয়ে আমাকে কিছু বলেননি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।