নিজস্ব প্রতিবেদক; ব্রাজিলে ও আর্জেন্টিনার সমর্থক বিশ্বকাপ
ফুটবল খেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেদী হাসানের বাবা হেলাল উদ্দিন বলেন, ‘আমার ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি চাই।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, দক্ষিণ নানুপুর এলাকার ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে তার আর্জেন্টিনার সমর্থক বন্ধুর বিশ্বকাপ খেলা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায় মেহেদীকে ছুরিকাঘাত করে ওই কিশোর। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।