এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
মালবাহী ও যাত্রীবাহী সব ধরনের নৌযান শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌ-বন্দরের শ্রমিকরা। শান্তিপূর্ণ ভাবে এ কর্মসূচি পালন করছেন তারা।
সোমবার (২৮ নভেম্বর) ভোর থেকেই বাঘাবাড়ী নৌ-বন্দরের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করছেন। এর আগে শনিবার মধ্যরাত থেকে দেশের সবকটি নৌ-বন্দরের নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মসূচি শুরু হয়।
বাঘাবাড়ী নৌযান শ্রমিক ফেডারেশন শাখার সহ-সভাপতি আব্বাস মোল্লা এশিয়ান বার্তা টোয়েন্টিফোর ডটকম’কে বিষয়টি নিশ্চিত করে বলেন,শান্তিপূর্ণ ভাবে তারা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
এ বিষয়ে বাঘাবাড়ী নৌযান শ্রমিক ফেডারেশনের সদস্য ওয়াহাব মাস্টার এশিয়ান বার্তা টোয়েন্টিফোর ডটকম’কে বলেন,বাঘাবাড়ী নৌ-বন্দরে এক হাজারের বেশি শ্রমিক এ কর্মবিরতি পালন করছে।
এ প্রসঙ্গে বাঘাবাড়ী ওয়েল ডিপোর যমুনা ওয়েল কোম্পানির ব্যবস্থাপক আবুল ফজল মো. সাদেকিন এশিয়ান বার্তা টোয়েন্টিফোর ডটকম’কে বলেন,নৌযান শ্রমিকদের লাগাতার এ কর্মবিরতির ফলে জাহাজ থেকে জ্বালানি তেল খালাস করা সম্ভব হচ্ছে না।