মারুফ সরকার ঃ ২৭ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৫:০০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ বাসাপ প্রতিষ্ঠার ৩৫ বছর উপলক্ষ্যে আলোচনা সভা, গূণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ নূরুল ইসলাম সুজন, এম.পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতা এবং সরকারের অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব পীরজাদা শহীদুল হারুন।বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন বাদল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেত্রী ডলি জহুর, বিশিষ্ট গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এ এস এম নজীবুল আকবর,বাংলাদশ কম্পিউটার সমিতি সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার,ইউসিএস চেয়ারম্যান কবি আল আমিন,ফিউচার পার্ক চট্টগ্রাম চেয়ারম্যান নাসির উদ্দিন দিদার, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ, , , অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ মানবাধিকার সমিতি চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা,
অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসাসহ ৩০ জনকে “বাসাপ এ্যাওয়ার্ড ২০২২” প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে দেশবরেণ্য সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীদের সাথে নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক অগ্রনী বার্তা।