বগুড়া প্রতিনিধিঃ
চলতি বছরের রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনৃুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার কয়েকটি সরকারী ও বেসরকারী স্কুল ভালো ফলাফল অক্ষুন্ন রেখেছে। জিপিএ ফাইভ পেয়েছে বগুড়া জিলা স্কুলের ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৭জন, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫৬ জনের মধ্যে ২৫২জন, বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে ৪৩৩ জনের মধ্যে ৪২২জন ।
এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ইংরেজী মাধ্যম মিলেনিয়াম স্কলান্টিকা স্কুল ও কলেজ, এস ও এস হারম্যান মেইনার স্কুল ও কলেজ, পুলিশ লাইন্স পাবলিক স্কুল ও কলেজ ভালো ফলাফল করেছে। বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন জানান, সকলের সহযোগিতায় এবারো শতভাগ পাশ এবং জিপিএ ফাইভ পেয়েছে। মেয়েরা।