নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান না পেয়ে আওয়ামী লীগের নেতাদেরকে কুপিয়ে জখম করেছে মিলন ঢালী। রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পল্লবীর নান্নু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা পল্লবী থানা এলাকায় কিশোর গ্যাং এর মূল নিয়ন্ত্রক পল্লবী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিলন ঢালী। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলে, তাদের নামের উপর চালায় এলাকায় ত্রাসের রাজত্ব। পল্লবী থানা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাদের উপর হামলার অভিযোগে অবশেষে মানববন্ধন মিলন নামে পরিচিত মিলন
ঢালীর বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাজ বাদী হয়ে এই মামলা দায়ের করে।
মিলন ঢালী পল্লবীর বিভিন্ন জায়গা থেকে নিয়মিত চাঁদাবাজি করতেন। চাঁদা না দিলেই সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে হুমকীসহ বিভিন্নভাবে চাঁদা আদায় করে ছাড়তেন। এ ছাড়া, আরও অনেক অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিলন ঢালীর কারণে এলাকা বাসিরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে। এলাকা বাসিদের
অভিযোগে জানা গেছে, মাদক ব্যবসা ও অবৈধ্য ব্যাটারীচালিত রিকশারও ব্যবসা করে আসছে।
মানুষের বিরুদ্ধে মিথ্যা ফেইসবুক ষ্ট্যাটাস দিয়ে প্রতিনিয়ত মানুষের
চরিত্রহননেও পটু এই মানববন্ধন মিলন। এমন কি আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের উপর হামলা করে ফেইসবুকে লেখে, “টাকা দিয়ে পল্লবী থানার কমিটি দি;বি, তা হবে না, মারসি না তোগরে যা থানায় গিয়ে মামলা কর আর পারলে লিডারদের ছাড়া মাঠে আয়”।
সর্বশেষ পল্লবী থানার ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান না পেয়ে আওয়ামী
লীগের নেতাদের কুপিয়ে জখম করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন ঢালি। রবিবার সন্ধ্যায় পল্লবীর নান্নু মার্কেট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা নাহিদ ও আবিরকে কুপিয়ে জখম করে মিলন ঢালি। এরপর শতাধিক যুকক-কিশোরদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির বাসার সামনে মহড়া দেন মিলন ঢালি।
আহত নাহিদ এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলনে, ছাত্রলীগের নতুন কমিটিতে তার নাম না রাখায় এ সব কর্মকাণ্ড ঘটায়। এ ঘটনায় তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মেহেদী হাসান রাজ বলেন, মামলার পর মিলন ঢালী গ্রেফতার না হওয়াতে একের পর এক শীর্ষ নেতাদের নামে মিথ্যা ফেইসবুক ষ্ট্যাটাস দিচ্ছে।
সকলের চরিত্রহননে নেমেছে মিলন ঢালী। উল্লেখ্য, গত ২২ নভেম্বর র্যাব-৪ কর্তৃক ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতার হয় মিলন ঢালীর পৃষ্টোপোষকতায় চলা ভইরা’দে গ্রুপের সদস্যরা। যার মাঝে ছিল মিলন ঢালীর সার্বক্ষনিক সঙ্গি বাহাদুর।