গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু গুরুত্বর অসুস্থ্য হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। গাবতলী মহিলা কলেজের প্রতিষ্টাতা, সাবেক এমপি লালুর সুস্থ্যতা ও দীঘায়ু কামনা করে রবিবার কলেজ মাঠে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন অত্র কলেজের সভাপতি ও পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী সহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক আঃ ছালাম।